চাঁদপুর জেলা প্রতিনিধিঃ চাঁদপুরে গরিব, অসহায়, খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার সময় চাঁদপুর জেলার স্বপথ চত্বরের বায়তুল আমিন জামে মসজিদের সামনে এলাকায় এক শতাধিকের অধিক গরিব, অসহায় ও রোজাদার পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক সামিউল প্রধান ,চাঁদপুর সদরের নেতৃবৃন্দসহ বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সালমান ফারসি, কাজী রাসেল, নিয়াজ মোর্শেদ,মাহমুদুল হাসান সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ।
ইফতার বিতরণ শেষে সভাপতি মোঃ মাহমুদুল হাসান বলেন, ‘দেশের এই সংকটময় সময় আমাদের সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা অসহায়দের পাশে দাঁড়াচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। মানবিক কাজে গরিব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করে আসছি আমরা এবং এ রমজান মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
0 Comments