নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিনের যাত্রাবাড়ী, ডেমরা,কদমতলি, ওয়ারি,গেন্ডারিয়া,সুত্রাপুর থানা শাখার উদ্যাগে গরীব অসহায় এর মাঝে ইফতার বিতরন করা হয় ! গন-মানুষের সংগঠন।সব সময় সবার পাশে থাকার চেষ্টা করবে!
উক্ত ইফতার বিতরণে উপস্থিত ছিলেন : মহানগর দক্ষিনের সিনিয়র সভাপতি : নাইম হোসেন বাপ্পি সাধারণ সম্পাদক : মহিউদ্দিন খাঁন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক : আল কাইয়ুম সাংগঠনিক সম্পাদক : আসাদ বিন রনি অর্থ সম্পাদক : রনি মোল্লা এবং যাত্রাবাড়ি থানার সভাপতি : সোহেল রানা সিনিয়র সহ সভাপতি: শাহীন সাধারণ সম্পাদক : মাহমুদ সরোয়ার রনি ডেমরা থানার : আহবায়ক : রেজোয়ান এবং সদস্য সচিব : হিমেলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
0 Comments