অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

 



নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিনের যাত্রাবাড়ী, ডেমরা,কদমতলি, ওয়ারি,গেন্ডারিয়া,সুত্রাপুর থানা শাখার উদ্যাগে গরীব অসহায় এর মাঝে ইফতার বিতরন করা হয় ! গন-মানুষের সংগঠন।সব সময় সবার পাশে থাকার চেষ্টা করবে!





উক্ত ইফতার বিতরণে উপস্থিত ছিলেন : মহানগর দক্ষিনের সিনিয়র সভাপতি : নাইম হোসেন বাপ্পি সাধারণ সম্পাদক : মহিউদ্দিন খাঁন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক : আল কাইয়ুম সাংগঠনিক সম্পাদক : আসাদ বিন রনি অর্থ সম্পাদক : রনি মোল্লা এবং যাত্রাবাড়ি থানার সভাপতি : সোহেল রানা সিনিয়র সহ সভাপতি: শাহীন সাধারণ সম্পাদক : মাহমুদ সরোয়ার রনি ডেমরা থানার : আহবায়ক : রেজোয়ান এবং সদস্য সচিব : হিমেলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Post a Comment

0 Comments