জেলা প্রতিনিধিঃ পবিত্র ঈদ–উল–ফিতর উপলক্ষে সহযোদ্ধা,শুভাকাঙ্ক্ষী,দেশবাসী ও প্রবাসীদেরকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান। এই পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী ভাইবোনদের প্রতি অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

তিনি বলেন,দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আবারো এলো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। আমাদের ইসলাম ধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিপর্যয় নেমে এসেছে। এই ভাইরাসের তাণ্ডব থেকে আল্লাহ যেন আমাদের সকলকে রহমত ও হেফাজত করেন।

পবিত্র মাহে রমজান মাসে আপনার আমার বাবা-মা ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। সকলেই সরকারের বিধি-বিধান মেনে ঈদ উদযাপন করবেন।সকলের দীর্ঘায়ু কামনা করছি।