জেলা প্রতিনিধিঃ চাঁদপুর জেলায় গলায় ফাঁস দিয়ে মোঃ নুরুল বাতেন (৪৫) নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন। তিনি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের সমাজকল্যান বিভাগের প্রভাষক ছিলেন।
শনিবার (২৯ মে) সকালে ওই ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের একটি ভাড়া বাড়িতে ওই শিক্ষক আত্মহত্যা করেন। ময়না তদন্ত শেষে বিকেলে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
কলেজের অধ্যক্ষ মো. হারুনুর রশিদ বলেন, ঘটনাটি দু:খজনক ও মর্মান্তিক। প্রভাষক বাতেন অত্যান্ত মেধাবী শিক্ষক ছিলেন। কি কারণে তিনি আত্মহত্যার পথ বেচে নিলেন তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। কয়েক মাস আগে তার একটি পা বড় ধরণের অপারেশন করা হয়। তারপর থেকে তিনি পা নিয়ে খুবই দুশ্চিন্তা করতেন।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল রুশদী বলেন, মেধাবী এই শিক্ষকের আত্মহত্যার বিষয়টি খুবই মর্মান্তিক। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের খুবই প্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করেছেন। তার নিজ জেলা ময়মনসিংহ। কিন্তু তিনি গত দুই যুগেরও অধিক সময় শিক্ষকতার কারণে চাঁদপুরেই বিয়ে করেন এবং শুশুর এলাকা সদর উপজেলার মান্দারী থাকতেন। বিকেলে মরদেহ তার স্ত্রীসহ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, জিলানী চিশতী কলেজের নুরুল বাতেন নামে শিক্ষক গলায় ফাঁস দেওয়ার বিষয়টি কলেজ কর্তৃপক্ষ আমাদের অবগত করেন। নিহতের পরিবার জানিয়েছে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
0 Comments