নিজস্ব প্রতিবেদকঃ ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের নির্দেশনায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,ঢাকা মহানগর দক্ষিন এর পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক অর্ণব হুসেইন(ঢাকা মহানগর দক্ষিন) এর উদ্যোগে যাত্রাবাড়ী থানার সহ-সভাপতি হাসিব মল্লিক,সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাফির সহযোগিতায় যাত্রাবাড়ী থানায় ২য় বারের মত শহীদ কাউসার এর আত্মার মাগফিরাত ও আটককৃত ৫৬ জন সহযোদ্ধাদের মুক্তির জন্য দোয়া ও ১৫০ জন কোরানের হাফেজ(শনিরআখড়া),এতিম ছাত্র(দনিয়া) এবং পথশিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। 

উক্ত দোয়া ও ইফতারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অর্ণব হুসেইন এছাড়া ও উক্ত দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন,বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কুমিল্লা জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব মেহেদী হাসান সানি,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিন শাখার জনস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মহসিন হোসেন প্রমুখ!

উল্লেখ যে গত ২০ রোজায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যাত্রাবাড়ী থানাতে প্রথম বারের মত ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে!