জেলা প্রতিনিধিঃ আজ শনিবার (৮ মে) বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র,যুব অধিকার পরিষদ,চাঁদপুর জেলার শাখার পক্ষ থেকে পথচারী, সুবিধাবঞ্চিত মানুষ,রিক্সাচালক ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়।চাঁদপুর জেলার চাঁদপুর সদরে ও ফরিদগঞ্জ উপজেলাতে প্রায় ২০০+ মাানুষের মাঝে ইফতার বিতরণ করেন নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক সামিউল প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক মিয়া,শাওন,সিয়াম,সুমন,রাকিব,নাজিমসহ আরো নেতাকর্মীরা।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সালমান ফারসি, কাজী রাসেল,নিয়াজ মোর্সেদ,আনসারী মাহমুদ, সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,চাঁদপুর জেলার সভাপতি মোঃ মাহমুদুল হাসান বলেন, "করোনার এই মহামারীতে সরকার লকডাউন দিয়ে রাখলেও গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। তাদের খাবারের ব্যবস্থা করছে না।তাই আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে সাধ্যমত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে চাঁদপুরের বিভিন্ন জায়গায় আমাদের খাদ্য সামগ্রা বিতরণ, ইফতার বিতরণ সম্পন্ন করেছি,এই ধারা আমাদের সক্ষমতা অনুযায়ী এই সংকট কাল অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত জারি থাকবেইনশাআল্লাহ"।

এ মহামারিতে নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোয়  ইফতার বিতরনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলার সদস্য সালমান ফারসি।