জেলা প্রতিনিধিঃ ফিলিস্তিনিদের উপরে ইজরাঈলের চলমান নির্যাতন ও হত্যাকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখা। মানববন্ধন থেকে তারা ফিলিস্তিনিদের উপরে চলমান বর্বর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে ফিলিস্তিনিদের ন্যায্য দাবির সাথে সংহতি প্রকাশ করেছে।
আজ দুপুরে পিরোজপুরে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে পিরোজপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক জামিল রায়হান উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা নেতৃবৃন্দও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনিদের উপরে চলমান নির্যাতনের বিভৎসতা তুলে ধরে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে সহমর্মিতা প্রকাশ করেন। একইসাথে বাংলাদেশের জনগণের সংহতি সবসময় ফিলিস্তিনিদের সাথে আছে বলেও বক্তৃতায় উল্লেখ করেন। অবিলম্বে বিশ্বনেতাদের একত্রিত হয়ে এই নির্যাতন বন্ধ করারও আহ্বান জানান তারা।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় মজলুমদের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে। আমরা আজকে এই মানববন্ধন থেকে বলে দিতে চাই, অবিলম্বে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপরে ইজরাঈলের বর্বর নির্যাতন ও গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে। ছোট ছোট শিশুদেরকে বোমা মেরে হত্যা বন্ধ করতে হবে। আমরা বিভিন্ন মুসলিম দেশকে আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে ইজরাঈলের চলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য।
0 Comments