নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ হাফেজ কাউসার আহমেদের মাগফেরাত কামনা, জেল বন্ধি ছাত্র,যুব ও শ্রমিক নেতৃবৃন্দদের মুক্তি এবং আহত ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় আজ জুমাবার ১৭ ই রমজান ফটিকছড়িতে ছাত্র ও যুব অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের অর্থ সম্পাদক তানজিম হাসান এর সঞ্চালনায় প্রোগ্রামের সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা ছাত্র অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক,মেধাবী ছাত্রনেতা এস.এম.সোলাইমান সাদী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ছাত্রনেতা মিনহাজ উদ্দিন,প্রবাসী সদস্য মতিউর রহমান,নাজিরহাট পৌরসভা যুব অধিকার পরিষদের সমন্বয়ক মোঃ পারভেজ।
অনুষ্ঠানে ঐতিহাসিক বদর দিবসের স্মৃতিচারণ, মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রধান আলোচক মাও.দিদরুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফটিকছড়ির সমন্বয়ক সদস্য বখতিয়ার ফারুক,আরিফুল ইসলাম,ইন্জিনিয়ার সালাউদ্দিন,শহিদুল ইসলাম, নুরুল ইসলাম আরিফ,যুবনেতা ডা.এম.এ.ইউসুফ প্রমুখ।
আলোচনা পর্ব শেষে শহীদ কাউসার আহমেদের মাগফেরাত, জেলবন্ধি নেতৃবৃন্দের মুক্তি,আহত ও অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা এবং প্রবাসী ভাইদের জন্য বিশেষ দোয়া করা হয়।
মানুষের অধিকার প্রতিষ্ঠা,মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন, সাম্য ও মানবিক আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
1 Comments
এগিয়ে যাবে ছাত্র অধিকার পরিষদ
ReplyDelete