জেলা প্রতিনিধিঃইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানের দাবিতে বৃহস্পতিবার (১৮জুন) শুক্রবার জুমার পরে চাঁদপুর জেলার অঙ্গীকারের পাদদেশে বাংলাদেশ ছাত্র,যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সামিউল প্রধান ও যুব অধিকার পরিষদের আহ্বায়ক সালমান ফারসি, যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তরা বলেন,ইসলাম শান্তির ধর্ম।সেই ইসলাম প্রচার করে যাচ্ছিলেন তরুণ বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। তিনি বিজ্ঞানসম্মতভাবে ইসলাম প্রচার করতেন।
বক্তারা আরো বলেন, তিনি কখনও দেশবিরোধী কোনো বক্তব্য প্রদান করেননি ও কোন দলের সাথে সম্পৃক্ত নয়।আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান তরুণদের অপসংস্কৃতির অন্ধকার জগত থেকে সরিয়ে আনার জন্য কুরআন হাদিস থেকে যৌক্তিক আলোচনা করতেন।তার আলোচনায় যুবসমাজকে ইসলামের পথে চলতে অনুপ্রাণিত করতো।একটা রাষ্ট্র তখনই বিপদের সম্মুখীন হয় যখন রাষ্ট্রের আলেম সমাজ অনিরাপত্তায় ভোগে,এবং যখন আলেমদের কদর করা হয়না।
সুতরাং আমরা চাই অতিসত্বর আদনান এবং তার তিন সফরসঙ্গীর সন্ধান প্রশাসন জাতির সামনে উপস্থাপন করবে।
গত এক সপ্তাহ ধরে তিনি নিখোঁজ রয়েছেন। প্রশাসনের কাছে একটাই দাবি তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক অতিসত্বর।
0 Comments