হাজীগঞ্জ-কচুয়া সড়কে আল আরাফাহ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

 


জেলা প্রতিনিধিঃ হাজীগঞ্জে আল-আরাফাহ বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে  শিশুসহ ৫ জন আহত হয়েছে।

আজ (২০/০৬/২১)রবিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ বারেকের ব্রিজের কাছে হাটখোলা বাড়ি সংলগ্নে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের যাত্রীরা সবাই আহত হয়। আর আল-আরাফাহ বাসটি ছিল ঢাকামুখী।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, আহতরা চারজন একই পরিবারের বলে জানা গেছে। তারা সবাই রামগঞ্জ উপজেলার চন্দ্রাপুর এলাকার বাসিন্দা। তারা হলো- শিশু মাহি (৫), ইব্রাহীম (৩৩), সুমাইয়া (২৮), মোহাস (১০)। এছাড়া আহত দিদার হোসেনের বাড়ী গৌরীপুর এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পপুলার বিডিনিউজকে গুরুতর আহত ৫জনকে জরুরী বিভাগে চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

Post a Comment

0 Comments